এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
২০ আগস্ট, ২০২৫
মেক্সিকোসিটি থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পুয়েবলা এবং ত্লাক্সকালা সংযোগকারীএকটি রাস্তারধারে মঙ্গলবারভোরে রহস্যজনক বার্তাসহ মানুষের ৬টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে মেক্সিকো পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতদিয়ে বিবিসি জানায়, ঘটনাস্থল থেকে একটি কম্বল উদ্ধার করা হয়েছে যেখানে স্থানীয় ভাষায় লেখা ছিল, ‘লাবারেডোরা’যার আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় ঝাড়ুদার।
পুলিশ এখনও হত্যাকাণ্ডের কারণনিশ্চিত করতে পারেনি। এই ঘটনার পেছনে কোন অপরাধী গোষ্ঠী আছে তাও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলোকেসতর্ক করার জন্য এই বার্তা দেয়া হতে পারে।
কার্টেলরা প্রায়শই শত্রুদের হুমকি দেওয়া বা নিয়ম ভঙ্গের শাস্তির ভয়াবহতা বোঝাতে মৃতদেহের পাশে বার্তা রেখে যায়।
সংবাদ সংস্থা এএফপি জানায়, স্থানীয় প্রসিকিউটরের অফিসএক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, ত্ল্যাক্সকালায় পাওয়াকাটা মাথাগুলো পুরুষদের। হত্যাকাণ্ডের কারণঅনুসন্ধানে আনুষ্ঠানিকভাবে তদন্তশুরু করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
প্রসিকিউটররা জানায়, প্রথমে মানুষের এসব কাটা মাথা পিউবলা এবং ত্লাক্সকালার রাস্তায়গাড়ি চালানো চালকরা দেখতে পান ও তারাকর্তৃপক্ষকে বিষয়টিজানান।
অন্যদিকে, প্রসিকিউটরের কার্যালয় থেকে পশ্চিমাঞ্চলীয়শহর কোলিমায় আরও একটি মাথা এবং অন্যান্য মানব দেহের অবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে ।
পিউবলা এবং ত্লাক্সকালা উভয়ইমাদক ও জ্বালানি চুরির সঙ্গে যুক্ত গ্যাংগুলোর আবাসস্থল হলেও এই স্টেটগুলোতেএই ধরনের চরম সহিংসতা নতুন।